মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কানাডার কুইবেক প্রদেশের বিতর্কিত ধর্মীয় নিরপেক্ষতা আইন প্রয়োগের বিষয়ে নতুন করে ব্যাখা দিয়েছেন প্রদেশটির বিচারমন্ত্রী স্টিফানি ভ্যালি। ব্যাখ্যায় তিনি বলেন, এই আইনের আওতায় কেবল পাবলিক সেবা প্রদানের সময় কর্মচারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে নেকাব পরিহিত মুসলিম নারীদেরকে তাদের পর্দা খুলতে হবে। এই আইন নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনার মুখে কিভাবে এই আইন প্রয়োগ করা হবে তার নির্দিষ্ট উদাহরণসহ তা ব্যাখ্যা করার জন্য তার এই অদ্ভুত পদক্ষেপ। আগের মন্তব্যগুলোর বিপরীতে তিনি পর্দা অপসারণের জন্য নির্দিষ্ট কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। সরকারি এজেন্ট কর্তৃক ছবির পরিচয় যাচাইকরণের প্রয়োজন হলে, পাবলিক ট্রান্সপোর্টের জন্য, লাইব্রেরিতে বই পরীক্ষা কিংবা ক্লিনিক বা হাসপাতালে নিবন্ধনের জন্য নেকাব পরিহিত নারীদের অবশ্যই তাদের আবরণ খুলতে হবে বলে তিনি জানান। ভ্যালি জানান, বাসে আসন গ্রহণ করার পর তারা তাদের মুখ ঢেকে ফেলতে পারবে কিংবা ডাক্তারের জন্য অপেক্ষা কক্ষে বসে থাকার সময় কিংবা বইয়ের দোকানগুলোতে ব্রাউজিংয়ের সময় তাদের মুখ একবারের জন্য ঢাকতে পারবে। তিনি বলেন, এটার পারস্পরিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনটি পাস হওয়ার আগে আইনমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন যে, পরিষেবা প্রদানের সময়ে পর্দা খোলার বাধ্যবাধকতা রয়েছে। এটি ব্যাপকভাবে বিবেচিত হচ্ছিল যে, এই আইনের ফলে পর্দা পরিহিত মুসলিম নারীরা পাবলিক ট্রানজিট, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সেবা থেকে বঞ্চিত হবেন। ওয়ার্দা নেইলি (৩৩) নামে মন্ট্রিলের নিকাব পরিহিত এক নারী বলেন, এটি এখন পুরোপুরি ভিন্ন কিছু। নেইলি ২০০৩ সালে ইসলামে ধর্মান্তরিত হন। তিনি বলেন, আইনটি সম্পর্কে মঙ্গলবারের ব্যাখ্যা কিছুটা কম দুরভিসন্ধি। কিন্তু এটি এখনো বৈষম্যমূলক কারণ এটি কেবল সংখ্যালঘু মুসলিম নারীদের ওপরই নয় বরং সব ধর্মের মানুষের ওপর প্রভাব ফেলে। দ্য স্টার ডটকম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।