মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাখাইন রাজ্যের সঙ্কট মোকাবিলাসহ বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালাতে আগামী সপ্তাহে মিয়ানমার সফরে যাচ্ছেন কানাডার বিশেষ দূত বব রায়ে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার তাকে নিয়োগ দেন। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, শিগগির রোহিঙ্গা ইস্যুতে কাজ শুরু করতে আগামী সপ্তাহে মিয়ানমারে যাবেন বব রায়ে। বব রায়ে বলেন, অলৌকিক কিছু ঘটিয়ে ফেলতে পারার ভান করতে চাই না। এটি অত্যধিক মাত্রার মানবিক সঙ্কট। এক্ষেত্রে কানাডা ও অন্য দেশগুলোর অটল সহযোগিতা প্রয়োজন। এর জন্য অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে যতটা সম্ভব আলাপ করে যাবেন বলেও জানান রায়ে। তিনি বলেন, আমি মনে করি, প্রধান কাজ হবে চেষ্টা চালিয়ে যাওয়া এবং যতটা পারা যায় প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা। আমি মনে করি, এটি অটলভাবে নিয়োজিত থাকার বিষয়। আগামী জানুয়ারির শেষ পর্যন্ত রাখাইন ইস্যুতে কাজ করবেন বব রায়ে। সিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।