Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপিতে যোগ দিতে প্যাটেল নেতাকে কোটি টাকা অফার গুজরাতকে কখনও কেনা যায় না- টুইট রাহুলের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

হার্দিক প্যাটেলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাকে ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনই অভিযোগ করেছেন পতিদার আনামত আন্দোলন সমিতির স্থানীয় আহ্বায়ক নরেন্দ্র প্যাটেল। এই অভিযোগের মাত্র ঘণ্টাকয়েক আগে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর গতকাল সকালে আরও এক হার্দিক ঘনিষ্ঠ, নিখিল সবানি বিজেপি ছেড়ে ফের পতিদার আন্দোলন সমিতিতে ফিরে এসেছেন। অল্পদিন আগে বিজেপিতে যান তিনি।
গতকাল রাতে আমদাবাদে সাংবাদিক বৈঠকে পুরো উল্টো পথে হাঁটেন নরেন্দ্র। বলেন, বিজেপি তাকে ১ কোটি টাকা অফার করেছিল, তাই দল ছাড়তে বাধ্য হন। গত রোববারই নাকি ১ কোটির মধ্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে তাকে, সোমবার দেওয়ার কথা বাকি ৯০ লাখ।
নরেন্দ্র প্যাটেলের দাবি, আর এক পতিদার নেতা বরুণ প্যাটেল গোটা ঘটনায় জড়িত। বরুণ পাতিদারদের জন্য সংরক্ষণ চেয়ে আন্দোলনে নামা হার্দিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তিনি ও আর এক হার্দিক সহযোগী রেশমা প্যাটেল গত সপ্তাহে যোগ দিয়েছেন বিজেপিতে।
নরেন্দ্রর দাবি, বিজেপির হয়ে বরুণ প্যাটেল তার সঙ্গে টাকাপয়সার ব্যাপারে কথাবার্তা চালান। তাকে আহমদাবাদ থেকে গান্ধীনগরে নিয়ে যাওয়া হয়, সেখানে পরিচয় করানো হয় বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে। তাদের মধ্যে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যের এক মন্ত্রীও। এরপর বরুণ প্যাটেল তাকে দল ছাড়ার জন্য ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন। তখনই আগাম দিয়ে দেন ১০ লাখ টাকা। তারপরেই সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি নেতারা ঘোষণা করেন, তিনি পতিদার আন্দোলন সমিতি ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু পরে তার মনে হয়, প্যাটেলদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তিনি। নিজের দাবির প্রমাণ হিসেবে ৫০০ টাকার নোটের তোড়াও দেখান। তার দাবি, গুজরাতে এবার হারবে বিজেপি। বিজেপি অবশ্য এখনও এই অভিযোগের প্রতিক্রিয়া দেয়নি।
গুজরাতকে কখনও কেনা যায় না- টুইট রাহুলের
এদিকে বিজেপিতে যোগদানের জন্য তাকে ১ কোটি টাকা অফার করা হয়েছিল বলে হার্দিক পটেলের পতিদার আমানত আন্দোলন সমিতির (পাস) কর্মী নরেন্দ্র পটেলের চাঞ্চল্যকর দাবি ঘিরে শোরগোল চলছে। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইট, গুজরাত অমূল্য। তাকে কখনও কেনা যায়নি, যায় না, যাবেও না।
বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই গত রোববার রাতে সাংবাদিক সম্মেলন ডেকে কোটি টাকা অফার পাওয়ার কথা জানান নরেন্দ্র। যদিও বিজেপি তার দাবি উড়িয়ে দিয়েছে। গুজরাত বিজেপি মুখপাত্র ভারত পান্ডা বলেন, সব মিথ্যা অভিযোগ। কংগ্রেসের কলকাঠিতে নাটক করছেন নরেন্দ্র প্যাটেল। প্রসঙ্গত, গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পতিদার সংরক্ষণ আন্দোলন নেতা হার্দিককে কংগ্রেস তাদের দিকে টানার চেষ্টা করছে, পাল্টা তারই দুই সহযোগী বরুণ প্যাটেল ও রেশমা প্যাটেলকে দলে সামিল করেছে বিজেপি। তারা হার্দিককে ‘কংগ্রেসের এজেন্ট’ বলেছেন। সূত্র : এবিপি আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ