প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং ৬৪ জেলায় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎস ২০১৭-এ, রুবাইয়াত হোসেন পরিচালিত আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্রটি বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছে। গত শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে এই ঘোষনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ হাসান ইমাম, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং উৎসব জুরি কমিটির চেয়ারম্যান মশিহ উদ্দিন শাকের, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সারোয়ার ফারুকী সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উৎসবটি ঢাকাসহ দেশের ৬৪ জেলায় ৬ থেকে ২১ অক্টোবর ১৬ দিন একযোগে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৪৪টি চলচ্চিত্র। সেখান থেকে ১১ টি চলচ্চিত্র মূল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সেখান থেকে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। রুবাইয়াত হোসেন দেশের বাইরে থাকায় তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন চলচ্চিত্রটির অভিনেত্রী রিকিতা নন্দীনি শিমু। অনুষ্ঠানের বক্তরা শিল্পকলার এই উদ্যোগকে স্বাগত জানায় এবং উৎসবটি নিয়মিত করার জন্য অনুরোধ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।