Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরআন-সুন্নাহ্র প্রতি উদাসীনতা মুসলিম বিশ্বের বিপর্যয়ের কারণ -প্রিন্সিপাল ছৈয়্যদ মুনির উল্লাহ্

রাউজান ইয়াছিন নগরে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : প্রিন্সিপাল শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী বলেছেন, কোরআন-সুন্নাহ্র প্রতি উদাসীনতার কারণে মুসলিম বিশ্বের আজ এ দৈন্যদশা ও বিপর্যয়। আর এ সঙ্কট থেকে উত্তরণে কাজ করছে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। এ দরবার মুসলমানদেরকে কোরআন-সুন্নাহ্র পূর্ণাঙ্গ আমলে উদ্দীপ্ত করে ইসলামের স্বর্ণালী যুগের পুনরাবৃত্তিতে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল শুক্রবার চট্টগ্রাম রাউজানের ইয়াছিন নগর ফকিরটিলা ঈদগাহ ময়দানে এশায়াত মাহফিলে হাজারো নবীপ্রেমিক মুসলমানদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 

তিনি আরও বলেন, যুব সমাজকে ইসলামী জীবনযাপনে ও কোরআন-সুন্নাহ্র পথে ধাবিত করতে অবিস্মরণীয় অবদান রেখেছেন কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা। তার প্রচেষ্টায় দেশ-বিদেশের অগনিত যুবক ফিরে এসেছে ইসলামের সত্য ও কল্যাণের পথে। পবিত্র শোহদায়ে কারবালা ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা স্মরণে এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২৬ নং ফকিরটিলা উপশাখা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাসসহ নানা অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত করতে কাগতিয়া দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি যেভাবে এগিয়ে এসেছে তা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। এতে অন্যদের মধ্যে অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, ডা. মুহাম্মদ শহিদুল্লাহ, ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ তৈয়ব, ভাইস প্রিন্সিপাল আল্লামা জাফর আহমদ ছিদ্দিকী, ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম, আল্লামা আব্দুল কাদের আল কাদেরী, হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া, মোহাম্মদ আবুল বশর। বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব আল্লামা মুফতি কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকী, এশায়াত সম্পাদক আল্লামা মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, মুহাদ্দিস আল্লামা মুাহম্মদ আশেকুর রহমান, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা জামাল উদ্দীন তালুকদার প্রমুখ।
মাহফিলে এলাকার আলেম, ছাত্র, শিক্ষক, যুবক, ব্যবসায়ী ছাড়াও সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরআন

২৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ