নাগরিক জীবনের সঙ্কট এবং তার প্রতিকার
হারুন-আর-রশিদ : গুণীজনদের মুখে এখন কিছু শব্দমালা শুনতে পাই, যেমন- গণতন্ত্র, গণউন্নয়ন, গণঅধিকার, গণঐক্য, মানবাধিকার, গণশিক্ষা, গণমাধ্যম, গণসচেতনতা, গণসংলাপ, গণদায়বদ্ধতা, গণজবাবদিহিতা ইত্যাদি। সব শব্দে প্রথমে গণ অর্থাৎ আমজনতা লেখা আছে। এই আমজনতা হলো দেশের জনগণ। তন্ত্র, উন্নয়ন, অধিকার, শিক্ষা, মাধ্যম,...