Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমালিয়ায় শাবাবের হামলায় ১৮০ কেনিয়ান সেনা নিহত

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার দক্ষিণাঞ্চলে এল-অ্যাডে সেনাঘাঁটিতে গেল মাসে আল-শাবাব জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ১৮০ জন কেনিয়ান সেনা নিহত হয়েছেন। বিবিসি বলছে, সোমালিয়ার প্রেসিডেন্ট এই তথ্য জানিয়েছেন। তবে কেনিয়ার সেনাবাহিনী জানিয়েছে, নিহতের এই সংখ্যা সত্য নয়। কিন্তু তারাও প্রকৃত সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। আল-শাবাব দাবি করেছে, তারা প্রায় ১০০ কেনিয়ান সেনাকে হত্যা করেছে। যদি ১৮০ সেনাকে হত্যার ঘটনা সত্যি হয়ে থাকে তবে এক দশক আগে প্রতিটি বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাবের এটিই সবচে প্রাণঘাতী হামলা। এরআগে আল-শাবাব সবচেয়ে প্রাণঘাতী হামলাটি চালিয়েছিল ২০১৪ সালে। ওই বছরের এপ্রিলে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে গারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের দিনব্যাপী হামলার ওই ঘটনায় ১৪৮ জন নিহত হন।
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামাদ দেশটির একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ১৮০ কেনিয়ান সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশ করেন। এল-অ্যাডে হামলা কেনিয়ার জন্য একটি বড় আঘাত। আর কেনিয়ার পক্ষ থেকে সোমালিয়ার প্রেসিডেন্টের দেয়া তথ্য প্রত্যাখ্যানের বিষয়টিতে অবাক হওয়ারও কিছু নেই। এত সংখ্যক সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হলে সোমালিয়ায় কেনিয়ান সেনা রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন এবং বিরোধিতা দেখা দিতে পারে। এই আশঙ্কা থেকে কেনিয়ার সরকারও বিষয়টি স্বীকার করছে না। তবে সোমালিয়ার প্রেসিডেন্ট কেনিয়ান সেনা নিহতের এই পরিসংখ্যান কোথা থেকে পেয়েছেন তা পরিষ্কার নয়।
পাশাপাশি এ ধরনের স্পর্শকাতর তথ্য প্রকাশে কেনিয়ার সঙ্গে কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হতে পারে জেনেও কেন তা প্রকাশ করলেন তাও পরিষ্কার নয়। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শক্তিশালী ২২ হাজার সেনা আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রয়েছে। এরমধ্যে কেনিয়ারই রয়েছে ৪ হাজার সেনা।
অন্যদিকে, নাইজেরিয়ার সৈন্যরা দেশের উত্তরপূর্বাঞ্চলীয় দিকওয়া শহরে একটি উদ্বাস্তু শিবিরে বোকো হারামের হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। এর আগেও বিদ্রোহীরারা এ শহরে হামলা চালায়। সামরিক বাহিনী একথা জানায়। গত বুধবার রাতে এক বিবৃতিতে সেনা মুখপাত্র কর্ণেল সানি উসমান বলেন, সকল লক্ষণ জানা যায়, দিকওয়ায় অবস্থিত এ শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসীরা এ স্থানে হামলার পরিকল্পনা করে। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাস্থ করে। এতে ২৬ জঙ্গি নিহত হয়। নিরাপত্তা বাহিনী ঘটনা স্থল থেকে অনেক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে। তিনি আরো জানান, সেখানে বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধে এক সৈন্য ও সামরিক বাহিনীকে সহযোগিতা করা স্থানীয় এক লোক নিহত হয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়ায় শাবাবের হামলায় ১৮০ কেনিয়ান সেনা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ