Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একতা কাপুরের সিরিয়ালে ফিরছেন মোনা সিং

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

একতা কাপুরের আগামী সিরিয়াল ‘মঙ্গলসূত্র’তে কারা অভিনয় করবেন তা নিয়ে ব্যাপক জল্পনাকল্পনা চলছে। এই সম্পর্কে স¤প্রতি আগাম কিছু আভাস পাওয়া গেছে। জানা গেছে টিভি জারিনা নামে খ্যাত অনুষ্ঠান নির্মাতাটি সিরিয়ালটির জন্য মোনা সিংকে নিশ্চিত করেছেন।
একতার মালিকানাধীন বালাজি টেলিফিল্মসের সর্বশেষ সিরিয়াল ‘পেয়ার কো হো জানে দো’ টিআরপির বিবেচনায় তেমন সুবিধা করতে পারেনি বলে এবার তিনি বেশ সতর্কভাবে শিল্পী নির্বাচন করছেন। ৩২ পর্বের এই সিরিয়ালটির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয়ের জন্য তিনি তাই মোনাকে পাকা করেছেন।
আসন্ন সিরিয়ালটির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেছেন, “আমাদের প্রডাকশন হাউস ‘নাগিন’ সিরিয়ালটির সাফল্যের পর একই ধরনের বিষয়বস্তু নিয়ে সিরিয়াল নির্মাণে উদ্যোগী হয়েছে। এটি এক নারীকে কেন্দ্র করে অসাধারণ একটি গল্প। এই নারী তার স্বামীর নিরাপত্তার জন্য চরম পদক্ষেপ নিতেও পিছপা হয় না, তা যদি তাকে ডাইনিতে পরিণত হতে হয় তাও। এই সিরিয়ালটি অনেকটা ‘সাবিত্রী’র অনুপ্রেরণায় নির্মিত হবে, যে যমরাজের সঙ্গে লড়ে তার স্বামীর জীবন ফিরিয়ে এনেছিল।”
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একতা কাপুরের সিরিয়ালে ফিরছেন মোনা সিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ