শান্তির দূত হযরত মুহাম্মদ (স.)
১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.)। দিনটি বিশ্ব মানবের ইতিহাসে শুভ, পবিত্র ও স্মরণীয় দিন। চৌদ্দশ সাতাশি বছর আগে এ দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এমন যুগ সন্ধিক্ষণে আবির্ভুত হন, যখন মানব সভ্যতার লেশ মাত্রও অবশিষ্ট ছিলনা। সমগ্র পৃথিবী তখন জাহিলিয়্যাতের অতল সাগরে হাবুডুবু খাচ্ছিল। কোথাও ছিল না শান্তি, কোথাও ছিল না স্বস্তি। হিংসা, বিদ্বেষ, যুদ্ধ, সংঘাত, অনাচার, খুন-খারাবি, চুরি-ডাকাতি, হত্যা-রাহাজানি সর্বপ্রকার অন্যায়, অপকর্ম ও পাপাচারে মানুষ ছিল লিপ্ত। ধর্মের নামে সর্বত্র বিরাজ করছিল র্শিক, কুফর আর ধর্মহীনতা। নারী...