কীভাবে নাম হলো রাউজান
উত্তর চট্টগ্রামের এক সুখ্যাত জনপদের নাম রাউজান। ১৬৬৬ সালে মোগল সুবেদার শায়েস্তা খানের চট্টগ্রাম বিজয়ের প্রায় ১০০০ বছর পূর্বে এ জনপদের সৃষ্টি। কথিত আছে, সেই প্রাচীনকাল থেকে এ জনপদ বৌদ্ধদের আবাসভূমি ছিল। তখন যে জনপদ সৃষ্টি হয়েছিল, তা পরবর্তী বৃটিশ শাসনামল, পাকিস্তানি শাসনামল, এমনকি ১৯৭১ সালের বহু পরেও কৃতী সন্তানদের জন্ম দিয়েছে। তাদের মধ্যে মাষ্টারদা সূর্যসেন, নির্মল কুমার সেন, কবি নবীন সেন, নতুন সিনহা, ফজলুল কবির চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, আলহাজ্ব ইউসুফ চৌধুরী, সাহিত্যিক মাহবুবুল আলম, গবেষক আব্দুল হক প্রমুখ...