শুরু হলো ঢাকা অ্যাটাক সিনেমার আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা
বিনোদন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার প্রমোশনাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন একযোগে চলবে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে। গণসংযোগ, ডিজিটাল মিডিয়া, রেডিও-টিভি, পোস্টার, ব্যানার-বিলবোর্ড-কাটআউট-লিফলেটসহ নানা আয়োজন অন্তর্ভুক্ত থাকছে এই প্রচার-প্রচারণা। ইতোমধ্যে সিনেমাটির প্রথম পোস্টার ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। অচিরেই প্রকাশ পাবে প্রিন্ট ভার্সনেও। ক্রমান্বয়ে মুক্তি দেয়া হবে সিনেমার টিজার, ট্রেলার এবং সবগুলো গান। এ ছাড়া সিনেমাটির প্রধান দু’জন অভিনেতা-অভিনেত্রী আরিফিন শুভ ও মাহিয়া মাহি, পরিচালক দীপংকর দীপন ‘ইন্টান্যাশনাল প্রমোশনাল ট্যুর’-এ...