Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর গানে ফিরছেন খালিদ

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: দীর্ঘদিন ধরে গানে নেই নব্বই দশকের চাইম ব্যান্ডের খালিদ। তার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, নতুন গান নিয়ে তিনি ফিরছেন। ইতোমধ্যে তার গাওয়া একটি গান রেকর্ড হয়েছে। গানটির শিরোনাম মায়ার বাঁধন। গীতিকার এনামুল কবির সুজন। সুর করেছেন সারোয়ার, সংগীত পরিচালনা করেছেন আসিফ। খালিদ বলেন, সাধারণত গানের কথা ভালো না হলে আমি গান গাই না। কথা ভালো লাগলে সুর বা সংগীত পরিচালনা নিয়ে ভাবি। সুজন খুব সুন্দর লিখেছে গানটি। তাই তৃপ্তি নিয়েই এই গানে কণ্ঠ দিলাম। আশা করি, শ্রোতাদের কাছেও গানটি ভালো লাগবে। সুজন বলেন, আমি খালিদ ভাইয়ের গানের ভক্ত। দীর্ঘদিন ধরে তার নতুন গান পাচ্ছিলাম না। তাই নিজেই উদ্যোগ নিয়ে এই গানটি করেছি। তিনি বেশ আন্তরিকতার সাথে গানটি করেছেন। এখন গানটির ভিডিওর কাজ চলছে। খালিদের ভিডিও অংশের কাজ শেষ। এখন গানের অন্য মডেলদের নিয়ে শুটিং হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ