Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রীম

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধীদের অংশগ্রহণের সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে আয়োজিত মিস ওয়ার্ল্ড বাংলাদেশের স্পন্সর করছে লাভেলো আইসক্রীম। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করার ক্ষেত্রে প্রতিযোগিতার গুরুত্ব অনুধাবন করে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গত ২৭ জুলাই সোনারগাও হোটেলে আযোজিত একটি প্রেস কনফারেন্স এর মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সুচনা হয়। এ মাসের মাঝামাঝি প্রতিযোগিতার অডিশন রাউন্ড শুরু হবে এবং ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। বিজয়ী প্রতিযোগী আগামী ১৮ নভেম্ব চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। লাভেলো আইসক্রীম এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুডস্্ এন্ড এগ্রো ইন্ডাষ্ট্রীজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক দাতো মোঃ একরামুল হক বলেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের স্পন্সর হতে পেরে আমরা অত্যন্ত খুশী। এই আয়োজনে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের নারীদের সামর্থ্যকে তুলে ধরতে সাহায্য করবে। নারীর ক্ষমতায়নকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের প্রতিষ্ঠান। ভবিষ্যতে ব্যাবসার পাশাপাশি মিস ওয়ার্ল্ড বাংলাদেশসহ এ ধরণের অন্যান্য ভালো উদ্যোগের সাথে সবসময় যুক্ত থাকতে চায় লাভেলো। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের স্পন্সরশিপের মাধ্যমে দেশব্যাপী লাভেলো আইসক্রীম এর অগ্রযাত্রায় নতুন মাত্রা পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ