Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শুরু হলো ঢাকা অ্যাটাক সিনেমার আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার প্রমোশনাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন একযোগে চলবে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে। গণসংযোগ, ডিজিটাল মিডিয়া, রেডিও-টিভি, পোস্টার, ব্যানার-বিলবোর্ড-কাটআউট-লিফলেটসহ নানা আয়োজন অন্তর্ভুক্ত থাকছে এই প্রচার-প্রচারণা। ইতোমধ্যে সিনেমাটির প্রথম পোস্টার ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। অচিরেই প্রকাশ পাবে প্রিন্ট ভার্সনেও। ক্রমান্বয়ে মুক্তি দেয়া হবে সিনেমার টিজার, ট্রেলার এবং সবগুলো গান। এ ছাড়া সিনেমাটির প্রধান দু’জন অভিনেতা-অভিনেত্রী আরিফিন শুভ ও মাহিয়া মাহি, পরিচালক দীপংকর দীপন ‘ইন্টান্যাশনাল প্রমোশনাল ট্যুর’-এ দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়াসহ অন্যান্য দেশ সফর শুরু করবেন অক্টোবরের মাঝামাঝি থেকে। তারা সেখানে প্রবাসী বাংলাদেশীদের মাঝে সিনেমাটির নানা দিক তুলে ধরে প্রচার-প্রচারণা চালাবেন। ইতোমধ্যে এইসব দেশের বেশ কিছু সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত হয়েছে। আগামী ৬ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা। বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে এটি সকল শ্রেণীর দর্শকের মন জয় করবে বলে নির্মাতা আশা করছেন। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা পরিচালনা করেছেন দীপংকর দীপন। কাহিনী লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে- স্পø্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ এবং থ্রি-হুইলারস লিঃ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা, এবং শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ