Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপূর্ব-মিথিলা’র ব্যাচ টুয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ গত ঈদে অপূর্ব ও মিথিলাকে জুটি করে নির্মাতা আরিয়ান নির্মাণ করেছিলেন টেলিফিল্ম ব্যাচ টুয়েন্টি সেভেন। এবার নির্মাণ করছেন এর সিক্যুয়াল ব্যাচ টুয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’। পরিচালক জানান ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’র গল্প যেখানে শেষ, সেখান থেকেই সিক্যুয়ালের গল্প শুরু। এরইমধ্যে অপূর্ব ও মিথিলা টেলিফিল্মটির কাজ শেষ করেছেন। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আরিয়ানের নির্দেশনায় যে ক’টি কাজ করেছি প্রত্যেকটির জন্য ভীষণ সাড়া পেয়েছি। গত ঈদে ব্যাচ টুয়েন্টি সেভেন’র জন্যও আমি অনেক সাড়া পেয়েছি। নির্মাতা হিসেবে আরিয়ান মেধাবী। বেশ যত্ম নিয়ে কাজ করেন। মিথিলার সঙ্গে কাজ করা আমি সবসময়ই উপভোগ করি। মিথিলা আমার খুব ভালো একজন বন্ধু, আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটাও চমৎকার। সিক্যুয়ালটিতে আমাদের অভিনয় দর্শককে আরো বেশি মুগ্ধ করবে।’ মিথিলা বলেন, ‘গত ঈদে বেশকিছু নাটক-টেলিফিল্মে অভিনয় করেছিলাম। কিন্তু ব্যাচ টুয়েন্টি সেভেন’র জন্য এতো বেশি সাড়া পাবো, ভাবিনি। সত্যিই দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়ে মুগ্ধ হয়েছি। যে কারণে সিক্যুয়ালে অনেক আন্তরকিতা নিয়ে অভিনয় করেছি। আমার বারবারই মনে হচ্ছে সিক্যুয়ালও দর্শকের মন ছুঁয়ে যাবে। ঈদের তৃতীয়দিন এনটিভিতে ‘ব্যাচ টুয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’ টেলিফিল্মটি প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ