Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হবে অমিতাভের জন্মদিন

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আগামী ১০ অক্টোবর বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন। এদিন তিনি ৭৫-এ পা দেবেন। এ জন্মদিন পালন নিয়ে এখন থেকেই জাঁকজমকপূর্ণ প্রস্তুতি চলছে। অনুষ্ঠানটি লাইভে দেখানো হবে। ইতিমধ্যে ফিল্ম সিটিতে তিনতলা একটি স্টুডিও ভাড়া করা হয়েছে। এমনকি ডিনারে, হাতে নকশা করা আকর্ষণীয় নেমপ্লেট থাকবে প্রতিটি টেবিলে। আরও নানা চমক থাকছে পার্টিতে। এজন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কো¤পানির সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চন এবং কন্যা শ্বেতা বচ্চন। এর আগে অমিতাভের জন্মদিন পালন করা হলেও তা ছিল অনেকটা ঘরোয়া পরিবেশে। পরিবার আর হাতে গোনা কয়েকজন বন্ধুকে নিয়েই ছিল সে আয়োজন। এবার আয়োজন হবে আগের সব জন্মদিনের চেয়ে একেবারেই ভিন্ন ধাঁচের তেমনটিই ঘোষণা দিলেন বিগ বি। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ