স্বাধীনতা দিবসের নাটক স্বদেশ প্রেম
আশিক বন্ধু: নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘স্বদেশ প্রেম’। রাজ কামাল-এর পরিচালনায় নাটকটির শূটিং হয়েছে পূবাইলের বিভিন্ন লোকেশনে। নাটকের অভিনয় শিল্পীরা হলেন, তারেকুজ্জামান তপন, তমাল আহমেদ, ইমরান হাসো, জেরিন ইসলাম, শুভ খান, প্রফেসর শাহ আলম, মিঠু কবির, আলাউদ্দিন, টুম্পা, স্বপ্না, নূপুরসহ আরো অনেকে। নাটকটি বেসরকারী একটি টিভি চ্যানেলে প্রচার হবে। এটি রচনা করেছেন মস্তোফা জামাল জানী। নাটক সম্পর্কে পরিচালক রাজ কামাল বলেন, ‘আমার স্বপ্নের নাটক স্বদেশ প্রেম। তাই সম্পূর্ণ ভালবাসা উজাড় করে দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নাটকটি নির্মান করেছি।...