Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিটিভিতে নাটক এবং কাহিনীচিত্রের প্রিমিয়ার

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: বাংলাদেশ টেলিভিশনের ড্রামা স্টুডিওতে সম্প্রতি একসাথে দুটি নাটকের প্রিমিয়ার অনুষ্ঠিত হলো। বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ’র ভাবনা ও পরিকল্পনায় নির্মিত হয়েছে মেগা সিরিয়াল ‘দ্যা জেনারেশন’ ও প্রমাণ্য কাহিনীচিত্র ‘যা ছিলো অন্ধকারে’। বিচারপতি হামুদুর রহমান কমিশনের অপ্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানী সেনাবাহিনীর বর্বরোচিত কর্মকান্ডর উপর বিশেষ প্রামাণ্য কাহিনীচিত্র ‘যা ছিলো অন্ধকারে’। এটি নির্মাণ করেছেন আবদুল আউয়াল চৌধুরী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জিয়াউল হাসান কিসলু, আব্দুল বারী, শাহআলম দুলাল, খলিলুর রহমান কাদরী’সহ আরো অনেকে। এরইমধ্যে ‘যা ছিলো অন্ধকারে’র প্রচার শুরু হয়েছে। আগামী ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১১.০০মিনিটে বাংলাদেশ টেলিভিশনে এটি প্রচার হবে। ২২ মার্চ থেকে মাসুম রেজা ও অয়ন চৌধুরী রচিত আলভী আহমেদ নির্দেশিত ‘দ্যা জেনারেশন’ ধারাবাহিক নাটকটি প্রচারে আসবে। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার সন্ধ্যা ৭.০০ মিনিটে নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। এটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। প্রিমিয়ার শো’তে স্বাগত বক্তব্য রাখেন বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ। দুটি নাটক ও কাহিনীচিত্রের প্রমোশনাল প্রদর্শন শেষে উপস্থিত শিল্পীদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়া হয়। প্রিমিয়ার শো শেষে বরেণ্য নাট্যবক্তিত্ব ও নির্মাতা মামুনুর রশীদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। ‘দ্যা জেনারেশন’ নাটকের মূল বিষয় হলো ঢাকা শহরের কংক্রিটের প্রাচীর ধরে মানবিক সম্পর্কের এক কোলাহলে সময় পার করা প্রায় সমবয়সী ও সমমনা পাঁচ তরুণ-তরুণীর জীবন ও জীবনের আশপাশ দিয়ে বয়ে যাওয়া নানা ঘটনা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী, ইলোরা গহর, মৌটুসী বিশ্বাস, নাজনীন হাসান চুমকি, নোভা, সমাপ্তি মাসউক, সামিহা’সহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ