প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন : ঈদ আসতে এখনো বেশ কয়েকমাস বাকী। এরইমধ্যে নির্মাতা সাগর জাহান নির্মাণ শুরু করেছেন বিশেষ ঈদ ধারাবাহিক নাটক ‘মাহিনের লাল ডায়েরী’। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এর আগে সাগর জাহানের নির্দেশনায় ‘মাহিনের পাদুকাজোড়া’, ‘মাহীনের ‘নীল তোয়ালে’ এবং ‘মাহীনের ‘অনেক সাধের ঘড়ি’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দিসি । এই নিয়ে চতুর্থবারের মতো ‘মাহীন’ শিরোনামের নাটকে অভিনয় করছেন মোশাররফ করিম। কক্সবাজারে ধারাবাহিকটির শূটিং চলছে। মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে সাগর জাহান একজন গুণী নাট্যরচয়িতা এবং নির্মাতা। সবসময়ই তার নির্দেশনায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। একটি কমপ্লিট ইউনিটে কাজ করার আনন্দ অন্যরকম। সবকিছুই তৈরী থাকে। শুধু অভিনয়টা নিয়েই ভাবতে হয় শিল্পীকে। তাই সাগর জাহানের ইউনিটে কাজ করে নির্ভার হয়ে অভিনয় করতে ভালো লাগে। আমি নাম ভূমিকায় অভিনয় করছি। আমার বিপরীতে আছেন নূসরাত ইমরোজ তিশা। আশা করছি, এই নাটকটি দর্শকের ভালো লাগবে।’ ঈদে আরটিভিতে প্রচার হবে সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি। নাটকটিতে আরো অভিনয় করছেন ফারুক আহমেদ, আখম হাসান, রোবেনা রেজা জুঁই, সালহা খানম নাদিয়া, হারুন, একে আজাদ’সহ আরো অনেকে। এই ধারাবাহিকের শূটিং শেষে মোশাররফ করিম ও তিশা খন্ড নাটক ‘মাছের দেশের মানুষ’ নাটকে অভিনয় করবেন। এ নাটকটিও নির্মাণ করবেন সাগর জাহান। প্রচার হবে আরটিভিতে। উল্লেখ্য সাগর জাহান গত বছর ‘মাহীনের নীল তোয়ালে’ নাটক নির্মাণের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে আরটিভি স্টার অ্যাওয়ার্ড লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।