Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ঘন্টার নাটক উই আর ব্যাচেলর

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সম্প্রতি নির্মিত হয়েছে গাজী আপেল মাহমুদের রচনা ও পরিচালনায় ‘উই আর ব্যাচেলর’ শিরোনামের একটি একক নাটক। বর্ণচোরা ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজিত এ নাটকটিতে অভিনয় করেছেন জোভান, চমক তারা, রাশেদ মামুন অপু, নাফিজা নাফা, শিশির, প্রকৃতি, আশিক চৌধুরী, তানিন সুবহা, টুটুল চৌধুরী, সাজিয়া ঋতু, খলিলুর রহমান কাদেরী, নীলা ইসলাম, রোমিও, মুনা আক্তার, নিথর মাহবুব, শুভ্রা প্রমুখ। নাটকটি সম্পর্কে গাজী আপেল মাহমুদ বলেন, ব্যাচেলর জীবন সহজ নয়। প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে ব্যাচেলরদের বাড়ি ভাড়া পাওয়া অত্যন্ত কঠিন। বাড়িওয়ালা বিনা নোটিশে হঠাৎ করে চার বন্ধু জোভান, অপু, আশিক ও তাসমিকে বাড়ি থেকে বের করে দেয়। তারা বাসার জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে অসহায় হয়ে পড়ে। তারপর তাদের জীবনে নতুন করে শুরু হয় বাড়ি খোঁজার মিশন। ‘উই আর ব্যাচেলর’ মূলত ব্যাচেলদের বাড়ি ভাড়া না পাওয়ার অসহায়ত্বের হাস্যরস চিত্র। নাটকটি শিঘ্রই একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ