‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পেয়েছে
শুক্রবার ‘পিএম নরেন্দ্র মোদি’সহ বলিউডের তিনটি ফিল্ম মুক্তি পেয়েছে, অন্য দুটি হল- ‘ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড’ এবং ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’। লেজেন্ড স্টুডিওস, প্যানোরামা স্টুডিওস এবং আনন্দ পন্ডিত মোশন পিকচার্সের ব্যানারে বায়োগ্রাফিকাল ড্রামা ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পেয়েছে। স›দ্বীপ সিং, সুরেশ ওবেরয় এবং আনন্দ পন্ডিত ফিল্মটি প্রযোজনা করেছেন। ওমাঙ কুমারের পরিচালনায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়, বরখা বিশ্ট সেনগুপ্ত, জারিনা ওয়াহাব, মনোজ জোশি, বোমান ইরানি, দর্শন কুমার, প্রশান্ত নারায়ণ, আকশাত সালুজা, অঞ্জন শ্রীবাস্তব, রাজেন্দ্র গুপ্ত এবং যতিন কার্যেকার। শশী-খুশি সঙ্গীত পরিচালনা করেছেন। ফক্স...