Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খন্দকার ইসমাইল-এর ঈদের বাজনা বাজেরে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

এটিএন বাংলার বিশেষ ঈদ অনুষ্ঠানমালায় খন্দকার ইসমাইল-এর উপস্থাপনা ও পরিচালনায় জমকালো পরিবেশনা আর ব্যতিক্রমী সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের বিশেষ ঈদ ম্যাগাজিন ‘ঈদের বাজনা বাজেরে’। ঈদে দর্শকদের ব্যাপক বিনোদনের কথা চিন্তা করে সাজানো হয়েছে এবারের পর্ব। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে জনপ্রিয় ব্যান্ড ফিডব্যক। ঈদ নিয়ে একটি বিশেষ গান এ অংশগ্রহণ করেছেনন এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাফাত, মুহিন, সাব্বির, আয়েশা মৌসুমি, সাবা, লেমিস ও লামি। গানটির কথা লিখেছেন দেলওয়ার আরজুদা শরফ ও সুর করেছেন অভি আকাশ সঙ্গীত মুশফিক লিটু। অনুষ্ঠানের বিভিন্ন অংশে রয়েছে অপূর্ব ও তার দলের অংশগ্রহণে ফায়ার ড্যান্স। সঙ্গীতশিল্পী চন্দন সিনহা ও সিঁথি সাহার গানের সাথে নৃত্যে অংশগ্রহণ করেন জনাপ্রিয় নৃত্য জুটি লিখন ও নাদিয়াসহ আরও ৫০ জন নৃত্যশিল্পী। ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি ও দালালের হয়রানী নিয়ে রয়েছে প্যারডি গান দালালের ভেজাল। এছাড়া রয়েছে ঈদ সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক ও হাস্যরসাত্মক বিভিন্ন স্কিট। এসব স্কিট এ অভিনয় করেন : শফিক খান দিলু, মাহবুবুর রহমান টনি, জাহিদ শিকদার, আশরাফ কবির, নয়ন , লিটন খন্দকার ,লারা লোটাস ,যুঁথি, হায়দার আলী,নূরুন্নবী রাসেল, চঞ্চল সৈকত, সুলতানা চৌধুরী, দ্বিপান্বিতা, তারিকুজ্জামান তপনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি গ্রন্থণা করেছেন সজল আমিন, প্রযোজনায় মুকাদ্দেম বাবু। ঈদের বাজনা বাজেরে প্রচার হবে ঈদের পরের দিন রাত ১০.৩০ মিনিটে এটিএন বাংলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ