Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পেয়েছে

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ১২:০৬ এএম

শুক্রবার ‘পিএম নরেন্দ্র মোদি’সহ বলিউডের তিনটি ফিল্ম মুক্তি পেয়েছে, অন্য দুটি হল- ‘ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড’ এবং ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’। লেজেন্ড স্টুডিওস, প্যানোরামা স্টুডিওস এবং আনন্দ পন্ডিত মোশন পিকচার্সের ব্যানারে বায়োগ্রাফিকাল ড্রামা ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পেয়েছে। স›দ্বীপ সিং, সুরেশ ওবেরয় এবং আনন্দ পন্ডিত ফিল্মটি প্রযোজনা করেছেন। ওমাঙ কুমারের পরিচালনায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়, বরখা বিশ্ট সেনগুপ্ত, জারিনা ওয়াহাব, মনোজ জোশি, বোমান ইরানি, দর্শন কুমার, প্রশান্ত নারায়ণ, আকশাত সালুজা, অঞ্জন শ্রীবাস্তব, রাজেন্দ্র গুপ্ত এবং যতিন কার্যেকার। শশী-খুশি সঙ্গীত পরিচালনা করেছেন। ফক্স স্টার স্টুডিওস এবং রাপচিক ফিল্মসের ব্যানারে থ্রিলার ফিল্ম ‘ইন্ডিয়া’স মোস্ট ওয়ান্টেড’ মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রাজকুমার গুপ্ত এবং মায়রা কর্ণ। রাজকুমার গুপ্ত’র পরিচালনায় অভিনয় করেছেন অর্জুন কাপুর, অমৃতা পুরি, রাজেশ শর্মা, প্রশান্ত আলেকজান্ডার, শান্তিলাল মুখার্জি, দেবেন্দ্র মিশ্র,আসিফ খান এবং সুদেব নায়ার। অমিত ত্রিবেদী সঙ্গীত পরিচালনা করেছেন। ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ মুক্তি পেয়েছে ডিএলবি ফিল্মস প্রাইভেট লিমিটেডের ব্যানারে। ড্রামা ফিল্মটি প্রযোজনা করেছেন সন্দীপ চৌধারি। লোম হর্ষের পরিচালনায় অভিনয় করেছেন অন্তরা ব্যানার্জি, ডিয়ানা উপ্পাল, গেবি ছাহাল, মোহন আগাশে, মোহন জোশি, সুরেন্দ্র পাল সিং এবং জান বোস্টোক। সঙ্গীত পরিচালনা করেছেন রাজা হাসান তপেশ আর. পানোয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ