Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএমভির বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছায়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

ঈদে সিএমভির ব্যানারে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছায়া প্রতিষ্ঠানটির ইউটিউবে প্রকাশ করা হবে। জাকিয়া মুনের গল্পের ছায়া অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, জাকিয়া মুন ও মইনুল মাঈন। রোম্যান্টিক-থ্রিলারধর্মী গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। অর্ণব ও মাহা খুব ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু ছোটবেলা থেকেই একটা অদ্ভুত খেলায় জড়িয়ে পড়ে তারা। খেলাটা ছিল একে অপরকে ভয়ঙ্কর ও বিপজ্জনক সব ডেয়ার দেয়ার। তারা প্রমিজ করেছিলো, কেউ যদি ডেয়ার করে তাহলে অপরজন অবশ্যই সেটা পূরণ করবে। ডেয়ারের এই খেলা থেকেই হটাৎ তাদের জীবনে খুব সিরিয়াস একটি ঘটনার দিকে মোড় নেয় যা তাদের স¤পর্ককে চিরদিনের জন্য বদলে দেয়। ভিকি জাহেদ বলেন, একটি ভালোবাসার গল্পকে উপজীব্য করে সাইকোলজিকাল থ্রিলারটি বানিয়েছি। প্রোটাগনিস্ট আর এন্টাগনিস্ট এর মধ্যে পুরো ফিল্ম জুড়েই একটা মনস্তাত্বিক যুদ্ধ বিরাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ