Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসা সহায়তা দিচ্ছেন জমিয়াতুল মোদার্রেছীনের ত্রাণ দল

| প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর উদ্যোগে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। গতকালও জমিয়াতুল মোদার্রেছীনের ত্রাণদল উখিয়ার পালংখালীর শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্প ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নারী শিশু পুরুষের মাঝে চিকিৎসা সহায়তা দিয়েছেন।
টানা তিনদিনের মত ত্রাণ বিতরণকালে কক্সবাজাওে অবস্থান করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব প্রিন্সিপ্যাল মাওলানা শাব্বির আহমদ মোমতাজী। এসময় জমিয়াতুল মোদার্রেছীনের ত্রাণ দলে আরো ছিলেন, কক্সবাজার জেলা জমিয়াতের সভাপতি প্রিন্সিপ্যাল মাওলানা কামাল হোসেন, সহ-সভাপতি প্রিন্সিপ্যাল মাওলানা জাফর উল্লাহ নূরী, সেক্রেটারী মাওলানা শাহাদত হোছাইন, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও কক্সবাজার ব্যুরো চীফ শামসুল হক শারেক, ঢাকা মহানগর জমিয়াতের সেক্রেটারী প্রিন্সিপ্যাল আবু সাদেক, কক্সবাজার সদর জমিয়াতের সভাপতি মাওলানা মনছুর আলম আযাদ, প্রিন্সিপ্যাল ফরিদ উদ্দিন প্রমূখ। মেডিক্যাল সেন্টারে দিনব্যাপী বিভিন্ন রোগে অক্রান্ত নারী শিশু ও পুরুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি বিতরণ করা হয় মশারী ও নগদ টাকা। মেডিক্যাল টিমে চিকিৎসা সেবা দেন ঢাকা থেকে আগত শিশু বিশেষজ্ঞ ডা. আরিফ রব্বানী, ডা. মুহাম্মদ ইউছুপ ও ডা.তানভীর আহমদসহ এক দল চিকিৎসক। এসময় শত শত রোহিঙ্গা নারী শিশু পুরুষকে জমিয়াতের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিতে দেখা গেছে।
উল্লেখ্য জমিয়াতুল মোদার্রেছীন গত ২৪ আগস্ট ২০১৭ ইং মিয়ানমারে গণহত্যার শুরুর পর রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়া নেয়া শুরু হওয়ার পর থেকে রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা বিতরণ, মশারী বিতরণ, রোহিঙ্গা ক্যাম্পে টিউব ওয়েল ও ল্যাট্রিন স্থাপনের মাধ্যমে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ