প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন ঃ শিশুদের জন্য নতুন স্যাটেলাইট চ্যানেল ‘দুরন্ত’ টিভির জন্য নির্মিত হচ্ছে বিশেষ ধারাবাহিক নাটক ‘ব’তে বন্ধুত্ব’। এটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু এবং নির্মাণ করছেন যুবরাজ খান। গেলো সপ্তাহ থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির শূটিং শুরু হয়েছে। এতে প্রধান সাতটি চরিত্রে অভিনয় করছেন তানভীন সুইটি, শাহাদাত হোসেন, শাহেদ আলী, নাজনীন চুমকি ও শিশুশিল্পী রাফি, নাফি, শ্রেষ্ঠা। নাটকে রাফি বনি চরিত্রে, নাফি বান্টি চরিত্রে এবং শ্রেষ্ঠা বুবলী চরিত্রে অভিনয় করছে। বুবলীর বাবা মায়ের চরিত্রে অভিনয় করছেন শাহাদাত হোসেন ও তানভীন সুইটি এবং রাফি নাফির বাবা মায়ের চরিত্রে অভিনয় করছেন শাহেদ আলী ও নাজনীন চুমকী। যুবরাজ খান বলেন, ‘আমাদের দেশে শিশুদের জন্য নাটক নির্মাণ একেবারে হয়না বললেই চলে। যেহেতু দুরন্ত টিভি শিশুদের জন্যই অনুষ্ঠান প্রচার করবে, সে কারণে এই ধারাবাহিকটি অনেকটা চ্যালেঞ্জ নিয়েই নির্মাণ করছি। তানভীন সুইটি বলেন, ‘অনেকদিন পর একটি নাটকে কাজ করে সেই পুরোনো দিনের শুটিং-এর সময়ের কথা বেশ মনে পড়ছে। কারণ যুবরাজের নাটকের শুটিং ইউনিট বেশ গুছানো। স্ক্রিপ্ট আগে থেকেই পেয়ে যাচ্ছি। খুব ভালো একটি কাজ হচ্ছে।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহেদ আলী বলেন,‘ একেবারে জীবনঘনিষ্ঠ একটি কাহিনীর নাটক এটি। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আশা করছি, এ নাটকটি দর্শকের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠবে, বিশেষ করে যাদের সন্তান আছে।’ নির্মাতা যুবরাজ খান জানান ২০১৮ সালের শুরুর দিকে দুরন্ত টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।