Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা শিশুদের নিয়ে তিন দিনব্যাপি ড্রামা থেরাপি

| প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: মিয়ানমারের সহিংসতা থেকে বেঁচে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া অনাথ ও অসহায় শিশুদের মানসিক শক্তি তৈরির জন্য উখিয়া ও টেকনাফে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকির পরিকল্পনায় গত ৭ ও ৮ অক্টোবর ব্যতিক্রমধর্মী ড্রামা থেরাথি পরিচালনা করা হয়। এই উপলক্ষে ১টি দল কুতুপালং বালুখালী, ঘুমধুম, পালং খালি, থ্যাংখালি ও টেকনাফের উনছিপ্রাং-এ অবস্থানরত রোহিঙ্গা শিশুরা অংশগ্রহণ করে। বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে শিশুরা ব্যাপক আনন্দ লাভ করে। শিশুদের এই আনন্দ ক্যা¤েপ অবস্থানরত বড়দের মাঝেও ব্যাপকভাবে সঞ্চারিত হয়। এ সময় তারা এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আহŸান জানান। এরই ধারাবাহিকতায় আগামী ১২, ১৩ ও ১৪ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে ১টি দল টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যা¤েপ অবস্থিত অনাথ ও অসহায় শিশুদের মাঝে তাদের মানসিক শক্তি তৈরির লক্ষ্যে ড্রামা থেরাপি পরিচালনা করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ