Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসকন মন্দিরে প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৭, ৮:৩১ পিএম

রাজধানীর স্বামীবাগে অবস্থিত ইসকন মন্দিরে পূজা দিয়েছেন ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এছাড়া আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক সজল কুমার ব্যানার্জি। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানা যায়, আজ বৃহস্পতিবার ভোর ছয়টার কিছু আগে হেয়ার রোডের বাসভবন থেকে বেরিয়ে রাজধানীর স্বামীবাগে অবস্থিত ইসকন মন্দিরে যান প্রধান বিচারপতি। এ সময় তার স্ত্রী সুষমা সিনহাকেও সঙ্গে ছিলেন। সেখানে তিনি প্রয় এক ঘণ্টা অবস্থান করে মন্দিরে পূজা দেন। পরে সকাল আটটার দিকে প্রধান বিচারপতি তার বাসভবনে ফিরেন। জানা গেছে, প্রধান বিচারপতির আসার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল না। তিনি এসেছিলেন পূজা দিতে। এ সময় মন্দিরে পূজা উদযাপন কমিটির তেমন কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। যারা উপস্থিত ছিলেন তাঁদের সঙ্গে প্রধান বিচারপতির তেমন কোনো কথাও হয়নি।

উল্লেখ, বৈষ্ণব সম্প্রদায়ের স্বামীবাগ মন্দির একটি অন্যতম হিন্দু মন্দির। হিন্দু সম্প্রদায়ের আন্তর্জাতিক সংগঠন ‘ইসকন’ এর ব্যবস্থাপনাধীন এ মন্দিরটি চলে আসছে।
এদিকে বেলা দুপুর ২টার দিকে বাসভবনে প্রবেশ করেন প্রধান বিচারপতির ব্যক্তিগত চিকিৎসক সজল কুমার ব্যানার্জি। তিনি বের হয়ে যান তিনটার দিকে। অধ্যাপক ডা. সজল কুমার ব্যানার্জি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান। এছাড়া প্রধান বিচারপতির ভাই এনকে সিনহা বাসভবন থেকে বের হন সকাল পৌনে এগারোটার দিকে। তিনি ওই ভবনে প্রবেশ করেন বুধবার রাত পৌনে এগারোটায়। রাতে তিনি সেখানেই ছিলেন। এছাড়া সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হোসেন আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির বাস ভবনে কিছু সময় অবস্থান করে বের হয়ে আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ