বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১৯ জন ভারতীয় রোহিঙ্গাকে ধরে নিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ।
বুধবার ভোরে সাতক্ষীরা সদরের হাড়দ্দহা সীমান্ত দিয়ে এদেরকে ঠেলে দেওয়ার পর বিজিবি তাদের আটক করে। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে তিনজন পুরুষ, ছয়জন মহিলা ও ১০ জন শিশু রয়েছে।
কয়েকজন রোহিঙ্গা জানান, তারা দীর্ঘ কয়েক বছর ধরে ভারতে বসবাস করে আসছে। কয়েকদিন আগে হঠাৎ করে সেদেশের পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে তুলে দেয়। বিএসএফ সদস্যরা বুধবার ভোরে নৌকায় করে ইছামতী নদী পার করে বাংলাদেশে ঠেলে দেয়। এরপর তারা বিজিবি’র হাতে ধরা পড়ে। তারা আরো জানান, বিএসএফ’র হাতে এখনো অনেক মহিলা রোহিঙ্গা আটক আছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, ১৯ রোহিঙ্গাকে বিএসএফ নৌকায় করে বাংলাদেশে পাঠিয়েছে। তারা এখন পদ্মশাখরা ক্যাম্পে রয়েছে। তিনি আরো জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।