মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওয়াইন এলাকার এক বড় অংশ পুড়ছে। দাবানলে ১০ জনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার ওয়াইন এলাকার জঙ্গলে ব্যাপক এ দাবানলের কারণে এরই মধ্যে প্রায় দেড় হাজারের মতো স্থাপনা ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা বলছেন, দাবানল শুরুর পর থেকে এটি বেশ দ্রæত ছড়িয়ে পড়ছে। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে বিশ হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে গেছে। দাবানল দ্রæত ছড়িয়ে পড়ার কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘোষণায় বলা হয়েছে, দাবানলের কারণে অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং হাজার-হাজার বাড়ি হুমকির মুখে আছে। এজন্য হাজার-হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেবার প্রয়োজন। একজন বাসিন্দা জানিয়েছেন, দাবানল থেকে বাঁচতে তিনি এবং তার প্রতিবেশীরা গাড়িতে করে এলাকা ছেড়ে চলে গেছেন। মারিয়ান উইলিয়ামস নামের এ বাসিন্দা বলেন, এতো বড় আগুনের শিখা আর কখনো দেখা যায়নি। তবে কিভাবে দাবানলের সূচনা হয়েছিল সেটি এখনো জানা যায়নি। দাবানলের তীব্রতা এবং বিস্তৃতির কারণে দমকল কর্মীরা তাদের কাজ পুরোপুরি করতে পারছেন না। রাজ্যের অন্যান্য জায়গা থেকে আরো অগ্নি নির্বাপণ কর্মী এবং যন্ত্রপাতি আনা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, শুষ্ক আবহাওয়া এবং বাতাসের কারণে আগুন দ্রæত ছড়িয়ে যাচ্ছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এর আগে বিভিন্ন সময় দাবানলে ৭০ হাজার একর জায়গা নষ্ট হয়েছে। নিহতদের মধ্যে সোনোমায় ৭ জন, নাপায় ২ জন ও মোনডোসিনোতে একজন নিহত। আরও হতাহতের কথা জানা গেছে। নিখোঁজ রয়েছেন অনেক জন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।