পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে একটি সরকারি কর্মীবাহী বাসে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩০ জন। গতকাল বুধবার ৪০ জন কর্মী নিয়ে সচিবালয়ের একটি বাস মর্দান থেকে পেশোয়ার যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়ে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। পেশোয়ারের ব্যস্ততম এলাকা সুনেহরি মসজিদের নিকট বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই এলাকাটি প্রায়ই তালেবান কর্তৃক হামলার শিকার হয়ে থাকে। এ ঘটনায় আহতদের লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানানো হয়েছে খবরে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পেশোয়ারের পুলিশ সুপার মোহম্মদ কাশিফ জানিয়েছেন, বোমাটি বাসের ভেতরেই স্থাপন করা ছিল। সাধারণত সচিবালয়ের বাস ভেতর থেকে পরীক্ষা করে না নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এই হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা বলেছেন, অন্তত ১০ কেজি ওজনের বিস্ফোরক ভর্তি বোমাটি আগে থেকেই পেতে রাখা হয়েছিল। তবে এ ব্যাপারে আরো তদন্ত করা হবে। ডন নিউজের এক খবরে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে সরকারি চাকরিজীবীদের বহনকারী একটি বাসে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার বাসটি মর্দান থেকে প্রাদেশিক রাজধানীর উদ্দেশে যাচ্ছিল। বিস্ফোরণের পরপরই আশেপাশের অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে। হতাহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা বোমাটি বাসের পেছনের অংশে পেতে রাখা হয়েছিল। ডন, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।