প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনেদান রিপোর্ট: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত তার পঞ্চাশতম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটির নাম ‘আমার স্বপ্ন আমার দেশ। তার এ সিনেমার গল্প গড়ে উঠেছে সাংবাদিক নির্যাতন নিয়ে। কাজী হায়াৎ বলেন, জাতির বিবেক বলা হয় সাংবাদিকদের। কিছু হলেই সাংবাদিকদের ওপর চলছে নির্যাতন। এমনকি তাদেরকে মেরেও ফেলা হচ্ছে। শুরু থেকেই আমার প্রতিটি সিনেমাতেই কোনো না কোনো মেসেজ দেয়ার চেষ্টা করেছি। এ সিনেমাও তার ব্যতিক্রম নয়। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান ও বুবলি। শাকিবের বোনের চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। সাংবাদিকদের চরিত্রে অভিনয় করবেন কাজী হায়াৎ নিজে। তিনি বলেন, সিনেমায় আমি স্কুলের শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর একটি পত্রিকায় কলাম লেখা শুরু করি। একটি এমএলএম কো¤পানির বিরুদ্ধে লেখার পর তাদের সাথে দ্ব›েদ্ব পত্রিকাটি থেকে আমাকে বের করে দেয়া হয়। তখন আমি নিজে পত্রিকা বের করি। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। নভেম্বরে সিনেমাটির শূটিং শুরু করার ইচ্ছা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।