Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রেমিকাকে হত্যা করে লাশ ফেলে প্রেমিক উধাও

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১০:৪৫ এএম

প্রেমিকের প্রলোভনে ভালবাসার টানে পরিবার পরিজনকে ছেড়ে এসেছেন কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের জনৈক আমেনা আক্তার (২২)। প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়লেও লম্পট প্রেমিকের প্রতারণার শিকারে না ফেরার দেশে চলে গেলেন আমেনা আক্তার।
মৃত্যুর পরও পাশে থাকেনি ভালবাসার মানুষটি। গাড়িতে লাশ রেখে বন্ধুদের নিয়ে পালিয়ে যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোস্তফা (৩৫)।
ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ রাত সাড়ে ১১টায় তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানাযায়, দেবীদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের মোস্তফার সাথে বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের আমেনা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৭ সেপ্টেম্বর বাড়ি থেকে বের করে নিয়ে চান্দিনা পল্লী বিদ্যুৎ রোড এলাকার একটি বাসা ভাড়া নিয়ে উঠেন তারা। সেখানে নেওয়ার পর তাকে বিয়ে না করে পাশবিক নির্যাতন চালায়। বুধবার দুপুরে মোস্তফার আরও তিন সহযোগীকে নিয়ে নানা ওই বাসায় যায়।
চান্দিনা বাস স্টেশনের কেরানীর দায়িত্বে থাকা সুজন জানায়, মোস্তফা আমার একটি বাড়ির বাসিন্দা। রাত ৭টার দিকে তার একজন রোগী আছে বলে আমাকে একটি মাইক্রো ভাড়ায় ঠিক করে দেওয়ার জন্য বলেন। আমি তার কথামত একটি মাইক্রো রিজার্ভ ঠিক করে দেই। কিছুক্ষণ পর মাইক্রোচালক এসে বলেন, ‘একটি মেয়েকে ধরাধরি করে গাড়িতে তুলে গাড়ির শিটে শুইয়ে দিয়ে তারা আসি বলে পালিয়ে যায়’।
এসময় মোস্তফার সাথে জাহাঙ্গীর ও কালা নামে আরও দুইজন সহযোগী ছিল। তারাও কেউ নেই।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা

৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ