Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সীমান্ত ঘেঁষে ৪০৯ কি.মি. নতুন সড়ক চালু করলো চীন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের সীমান্ত ঘেঁষে এক্সপ্রেসওয়ে খুললো চীন। চীনের দুই শহরকে জুড়তে ৪০৯ কিলোমিটার লম্বা এক্সপ্রেসওয়ে খোলা হয়েছে। তিব্বতের রাজধানী লাসা থেকে নিংচি পর্যন্ত এই সড়ক। অরুণাচল প্রদেশের কাছেই চীন এই রাস্তা তৈরি করেছে বলে জানা গেছে।

এক্সপ্রেসওয়ে তৈরি করতে চীনের খরচ হয়েছে ৫.৮ বিলিয়ন ডলার (বাংলাদেশী সাড়ে ৪৭ হাজার কোটি টাকা প্রায়)। ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চালানো যাবে এই রাস্তায়। লাসা ও নিংচি এই দুই শহরই পর্যটকদের কাছে ভীষণই জনপ্রিয়। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, ৪০৯ কিলোমিটার লম্বা ওই টোল-ফ্রি সড়কটি তিব্বতের রাজধানী লাসা ও নিংচি শহরকে সংযোগ করবে।
বেইজিংয়ের দাবি, এই এক্সপ্রেসওয়ের ফলে দুই শহরের মধ্যে যাত্রার সময় আট ঘণ্টা থেকে কমে পাঁচ ঘণ্টায় সম্ভব হবে। তিব্বতের অধিকাংশ এক্সপ্রেসওয়েগুলো এমনভাবে তৈরি করেছে চীন যে, প্রয়োজন হলে তার ওপর দিয়ে যে কোনও ধরনের সামরিক যান ও বাহিনীকে অত্যন্ত দ্রæততার সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব।
গত এক দশকে তিব্বতের ভারত-সীমান্ত লাগোয়া অঞ্চলে যে হারে পরিকাঠামো উন্নয়ন করে চলেছে চীন, তাতে ভারতও উত্তর-পূর্বের পরিকাঠামো উন্নয়নে জোর দিতে বাধ্য হয়েছে।
প্রসঙ্গতঃ অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। অরুণাচলকে তিব্বতের দক্ষিণ অংশ বলে দাবি করে আসছে বেইজিং। সূত্র : এএনআই।



 

Show all comments
  • মাসুদ ৩ অক্টোবর, ২০১৭, ১১:৪৪ এএম says : 0
    খুব ভালো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ