Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নিহত ৪

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিলেট, রংপুর, চৌদ্দগ্রামে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত এবং আহত হয়েছে ১৭ জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপের্টি:
সিলেট অফিস জানায়, সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টায় সিলেট-তামাবিল সড়কের দরবস্ত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। নিহত আনোয়ার সিলেট সদর উপজেলার পিরেরবাজার এলাকার ময়নুদ্দিনের পুত্র। তিনি পেশায় হিউম্যান হলার চালক।
পুলিশ জানিয়েছে, সিলেট থেকে জাফলংগামী মাইক্রোবাস (সিলেট-জ-১১-০৪৫৩) ও বিপরীতমুখি হিউম্যান হলারের (সিলেট-মেট্রো-ছ-১১-০০৩৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. ময়নুল জাকির এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রংপুর জেলা সংবাদদাতা জানায়, রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘন্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, নীলফামারী থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে মোটরসাইকেল যোগে শরিফুল ও রুবেল নামের দুই ব্যাক্তি আসার সময় নগরীর সিও বাজার এলাকায় একটি দ্রæতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শরিফুল ইসলাম নিহত হয়। রুবেলকে অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় তিনিও মারা যান। তাদের দু জনের বাড়ি নীলফামারী জেলায়।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসি রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ট্রাকটি আটক করতে পারে নি।
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দীঘিতে পড়ে আবুল বশর নামের একজন নিহত ও অপর ১০-১২ জন আহত হয়েছেন। নিহত বশর কুমিল্লার চান্দিনা উপজেলার বামুদিয়া গ্রামের আবদুল আলিফ মজুমদারের পুত্র। গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দত্তসারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চান্দিনা থেকে চট্টগ্রামমুখী দ্রæতগামী একটি হাইয়েস মাইক্রোবাস(ঢাকামেট্রো-চ-১৪-২৫৭৭) শনিবার বেলা সাড়ে ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দত্তসার দীঘিতে পড়ে যায়। এসময় বশর(৫০) ছাড়া গাড়ির ভিতরে থাকা চালক ও অপর যাত্রীদের সবাই বের হতে পারে। কিন্তু পানিতে ডুবেই বশরের মৃত্যু হয়। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল লতিফ, পিএসআই আলী আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বশরের লাশ ও গাড়িটি উদ্ধার করা হয়। বশরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ