Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শর্তহীনভাবে ইউরোপের পাশে থাকবে যুক্তরাজ্য

ন্যাটো সেনাদের আশ্বাস দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা

| প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে গেলেও শর্তহীনভাবে ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তায় তার দেশ প্রতিশ্রæতিবদ্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ইইউ ডিজিটাল সম্মেলনের আগে উত্তর এস্তোনিয়ার ন্যাটো ঘাঁটির ব্রিটিশ সেনাদের উদ্দেশে দেয়া বক্তৃতায় থেরেসা একথা বলেন। ব্রেক্সিটের ফলে (ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া) যে কিছুই পরিবর্তন হবে না, তার কথার মধ্য দিয়ে ন্যাটো সেনাদের সেই আশ্বাসই দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা। ইউরোপের দেশগুলোর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গত শুক্রবার এস্তোনিয়ার রাজধানী তালিনে এই সম্মেলনের আয়োজন করা হয়। ব্রেক্সিট প্রস্তুতির মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ব্রাসেলসের সঙ্গে নতুন নিরাপত্তা অংশীদারিত্বও গড়ে তোলার কথা ভাবছেন। সাইবার হুমকি মোকাবেলায় থেরেসা মে ইউরোপের অন্য দেশগুলোকে যুক্তরাজ্যের বিশেষজ্ঞদের সহায়তারও প্রস্তাব দিয়েছেন। এদিন থেরেসা মে’র সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রী জুরি রাতাস ন্যাটো ঘাঁটিটি পরিদর্শনে যান। ডিজিটাল সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে থেরেসা মে’র বৈঠক করার কথা। উল্লেখ্য, উত্তর ইউরোপের দেশগুলো রাশিয়ার আগ্রাসী পদক্ষেপে ভীত হওয়ার পর এস্তোনিয়ার তাপায় ঘাঁটি গাড়ে ন্যাটো। গত এপ্রিল থেকে সেখানেই এস্তোনিয়া ও ফরাসি বাহিনীর সঙ্গে আছে ৮০০ ব্রিটিশ সেনা। আগামী বছরের শুরুতে ঘাঁটিতে ডেনমার্কের সেনারাও যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ সেনাদের উদ্দেশ্য করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়লেও ইউরোপ ছাড়ছে না। যে কারণে মহাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষায় তারা আগের মতোই শর্তহীনভাবে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। তিনি বলেন, রাশিয়ার ধারাবাহিক আগ্রাসী অবস্থান এস্তোনিয়ার মতো লাটভিয়া, লিথুনিয়া ও পোল্যান্ডের বন্ধুদের জন্যও হুমকি হয়ে উঠছে; আমরা অবশ্যই এর বিরুদ্ধে স্পষ্ট ও দ্ব্যর্থহীন প্রতিক্রিয়া জানাব। তিনি বলেন, হামলা প্রতিহত ও প্রতিরক্ষায় ন্যাটোর অবস্থানের মাধ্যমে আমরা দেখাতে চাই, যেকোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ