Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মুম্বাইয়ে রেলস্টেশনে পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ৩:০২ পিএম

ভারতের মুম্বাইয়ে পদচারী সেতুতে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।

এনডিটিভির খবরে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লোয়ার প্যারেল ও এলফিনস্টোন রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় টিকিট কাউন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ের একজন মুখপাত্র জানান, একই সময়ে চারটি ট্রেন আসে। ওইসময় অফিসগামী যাত্রীদের ভিড় ছিল। বৃষ্টিতে কয়েকজন নারী পিছলে পড়ে যান। এরপরই ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

পুলিশ কর্মকর্তা নিকেত কৌশিক বলেন, আমরা দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজছি। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুম্বাইয়ের এই দুটি এলাকায় অনেক অফিস রয়েছে। এখানে সকালে অফিসগামী যাত্রীদের ভিড় থাকে। সাধারণত ট্রেনেই প্রতিদিন অফিসে যাতায়াত করে মুম্বাইবাসী।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের এক কর্মকর্তা বলেন, পদচারী সেতুটি পুরনো এবং সরু। এ কারণে এটি মেরামতের কাজ চলছে। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ