মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের হাওড়ায় যাত্রীদের হুড়োহুড়ির কারণে সাঁতরাগাছি স্টেশনের ওভারব্রিজে পদপিষ্ট হয়েছেন ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যার ওই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন তাসের সর্দার ও কমলাকান্ত সিং। আহতদের হাওড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। খবর জিনিউজ।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সাঁতরাগাছি স্টেশনের আপ ও ডাউন লাইনে একসঙ্গে তিনটি ট্রেন ঢুকে পড়ার কারণেই বিপত্তি ঘটে। ফলে ওভারব্রিজে হুড়োহুড়ি শুরু হয়। শেষমুহূর্তে প্ল্যাটফর্ম পরিবর্তন করার কারণেই ট্রেন ধরার হুড়োহুড়ি পড়ে যায়।
ঠেলাঠেলিতে কয়েকজন পড়ে গেলে, তাদের উপর দিয়েই ভিড় চলে যায়। এতে বেশ কয়েকজন পদপিষ্ট হয়। ঘটনাস্থলেই পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজন মারা গিয়েছেন। হাওড়া জেনারেল হাসপাতালে ১২ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে দুই শিশুও রয়েছে।
সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৪ জনের পদপিষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সৌমিত্র মজুমদার। তবে অন্য একটি সূত্র দাবি করেছে যে, কমপক্ষে ২৫ জন পদপিষ্ট হয়েছেন।
এদিকে, রাতে ভারতীয় রেলের তরফ থেকে সাঁতরাগাছি স্টেশনে পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। নিহত দু’জনের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে প্রদান করা হবে বলে ঘোষণা করা হয়েছে। যাদের আঘাত গুরুতর নয় তাদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রেলের ক্ষতিপূরণ ঘোষণার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণ ঘোষণা করেন। তিনিও মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।