Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ------শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘সরকার সহায়ক সরকারের রূপরেখা মেনে নিলে ভালো। না মানলে ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে। গতকাল (রোববার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘চাল ও শিশু খাদ্যসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় ঐক্য গঠনের দাবিতে’ মানববন্ধনের আয়োজন করে গণ সংস্কৃতি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি হয়তো ভুলে গেছেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী। বিএনপি ও ২০ দলের পেছনে ফেরার কোনও রাস্তা নেই। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যা কিছু করা দরকার, তাই করব আমরা। এ জন্য আপনাকে বলছি, অহঙ্কার করার কিছু নেই, সমঝোতায় আসুন। অন্যথায় আপনাকে ভয়াবহ আন্দোলনের মুখোমুখি হতে হবে।’ আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে দুর্ভিক্ষ হয় অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমানে দেশের মানুষ এক ধরণের নীরব দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেজি আট আনা ধরে চাল খাওয়াবেন বলে ওয়াদা করেছিলেন। কিন্তু ৭২-পরবর্তী সময়ে তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন দেশে একটি বড় ধরণের দুর্ভিক্ষ হয়েছিল। তার কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার আগে ১০ টাকা কেজি চাল খাওয়াবেন বলে ওয়াদা করেছিলেন।এখন বাজারে চালের দাম প্রায় ৭০ টাকা কেজি। এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।’ দুদু বলেন, খালেদা জিয়াও দেশ পরিচালনা করেছেন। আপনি (শেখ হাসিনা) দেশ পরিচালনায় ব্যর্থ হলে তার (খালেদা জিয়া) পরামর্শ নিন। এত অহঙ্কার করার কিছু নেই। নিউ ইয়র্কে বসে আপনি যে সব কথা বলছেন, তাতে আমরা লজ্জিত।’ আয়োজক সংগঠনের সভাপতি এস আল-মামুনেরর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন চৌধুরী প্রমুখ।####

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামসুজ্জামান দুদু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ