মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে উল্লেখ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বর্তমানে যুক্তরাষ্ট্র নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে এবং সবাই তা আতঙ্কের সঙ্গে প্রত্যক্ষ করছে।
ওয়াশিংটনের নিষেধাজ্ঞা চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’র বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞারোপের মধ্য দিয়ে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত চুক্তির লঙ্ঘিত হয়েছে। এক তরফা নিষেধাজ্ঞা আরোপ করা অবৈধ। এতে আন্তর্জাতিক সামগ্রিক প্রচেষ্টাকে গুরুত্বহীন করে তোলা হয়।
উল্লেখ্য, ইরানি রকেট ‘সিমোরগ’ পরীক্ষার প্রতিক্রিয়ায় গত জুলাইয়ে দেশটির বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।
সূত্র: রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।