Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আত্মবিশ্বাসী মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দক্ষিণ আফ্রিকা সফরটাকে এক বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার অপরিচিত কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও জানেন বিদেশের মাটিতে ভালো করা কঠিন। তবে মুশফিকের কণ্ঠে দারুণ আত্মবিশ্বাস। টেস্ট সিরিজের আগে বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের আগে মুশফিক জানিয়েছেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে চান, ‘আমি মনে করি, এটা আমাদের একটা সেরা সিরিজ হবে। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে চাই।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশকে পরীক্ষার সম্মুখীন হতে হবে বলে মনে করছেন মুশফিক। দেশের মাটিতে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছে বাংলাদেশ। মুশফিক চান দেশের বাইরেও এ ধারাবাহিকতা আনতে। জানিয়েছে ভালো পারফরম্যান্স করার ব্যাপারে আত্মবিশ্বাসী সবাই। আশাবাদী মুশফিক বলেন, ‘গত দু-তিন বছর ধরে আমরা সব ফরম্যাটেই আমরা ভালো খেলছি। দেশের মাটিতে এখন আমরা অনেক আত্মবিশ্বাসী দল। কিছুদিন আগে টেস্টে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কাজটা আমাদের জন্য সহজ হবে না। তারপরও আমি মনে করি, আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো। দলের সবার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে।’
দেশের বাইরে সর্বশেষ টেস্টের স্মৃতি বাংলাদেশের জন্য সুখকর। মার্চ মাসে শ্রীলঙ্কার মাটিতে নিজেদের শততম টেস্টে জয় পেয়েছি বাংলাদেশ। মুশফিক চান দক্ষিণ আফ্রিকাতেও ভালো করতে। এছাড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলাটা একটা দারুণ অভিজ্ঞতা হবে বলে মনে করেন তিনি। নিজেদের ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা কঠিন প্রতিপক্ষ হয়ে উঠবে বলে মনে করছেন মুশফিক।
কন্ডিশনের সাথে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশ সময় দুপুর দুইটায় বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাঠে নেমেছে মুশফিকরা। টেস্ট সিরিজের আগে যেটি একাদশ সাজাতে ভালো সহায়ক হবে বলেও মনে করছেন টেস্ট অধিনায়ক। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজের আগে রয়েছে আরো একটি প্রস্তুতি ম্যাচ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিক

১৮ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২
৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ