Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে জালিয়াত চক্রের চার সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত শনিবার রাতে ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম তাদের আটক করে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোসলেম মিয়া, শাহআলম কবীর, আশিকুর রহমান ও আবদুর রহিম। তাদের কাছ থেকে জাল পুলিশ ক্লিয়ারেন্স এক হাজার ৬১২টি, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের নকল সিল ৬৯টি, নোটারি পাবলিকের অ্যাম্বুস সিল তিনটি, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ওসির সিল ৬১৭টি, পাঞ্চ মেশিন তিনটি, কম্পিউটার দুইটি এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, এই প্রতারক চক্র প্রতিটি ক্লিয়ারেন্স দেয়ার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। অথচ বৈধ উপায়ে সোনালী ব্যাংকে আবেদনপত্রের সঙ্গে মাত্র পাঁচশ’ টাকা জমা দিয়ে সহজেই পুলিশের কাছ থেকে এ ক্লিয়ারেন্স পাওয়া যায়। সহজ সরল লোকজন দালালদের খপ্পরে পরে এ ধরনের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। তিনি বলেন, গত মার্চ মাস থেকে তারা এ ব্যবসা শুরু করে। তাদের সঙ্গে আদম ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। আদম ব্যবসায়ীদের চাহিদা মতোই তারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহ করে থাকে। আর কে জড়িত তা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ