Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তান নিয়ে রুশ পরামর্শ প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগামী বসন্তে আফগানিস্তান সম্পর্কিত ইস্যুগুলো নিয়ে পরামর্শ সভা আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সভার পাল্টা প্রস্তাব করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেকেন্ড এশিয়ান ডিপার্টমেন্টর প্রধান এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি বাজফিড নিউজ পোর্টালে রাশিয়া থেকে পাওয়া কথিত একটি নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়, কূটনৈতিক ও সামরিক যোগাযোগ চ্যানেলগুলো এবং সেই সঙ্গে দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার জন্য ওয়াশিংটনের কাছে প্রস্তাব পাঠিয়েছে মস্কো। একই সঙ্গে আফগানিস্তান বিষয়ক রুশ প্রেসিডেন্টের দূতের দায়িত্ব পালনকারী জামির কাবুলভ এই পরিকল্পনার বিস্তারিত বিবরণ প্রকাশ না করে বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান নিয়ে পরামর্শ সভার আয়োজন করার জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দেয়া হয়েছে। কাবুলভ বলেন, প্রস্তাবটি পাঠানো হয়েছিল মে মাসের আগে। তবে তখন যুক্তরাষ্ট্র কোনো সাড়াই দেয়নি। তারা বলেছিল, তাদের আফগান নীতি এখনো চূড়ান্ত হয়নি। গ্রীষ্মের শেষ পর্যন্ত এই পরিস্থিতিই বিরাজ করছিল। তারপর পর্যালোচনা শেষ হয়েছে বলে বলা হয়েছে। কিন্তু আমরা যোগাযোগ বন্ধ করিনি। আমরা এসব নিয়ে আলোচনা করতে প্রস্তুত। উচ্চপদস্থ এই কর্মকর্তা বলেন, মস্কোয় মার্কিন প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল রুশ কর্তৃপক্ষ। কিন্তু তারা আসেনি। তিনি বলেন, অ্যালিস ওয়েলস (তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী সচিব নিযুক্ত হয়েছেন) আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আমিও নিউইয়র্ক যাচ্ছি। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিনীদের আমন্ত্রণে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে আমি তৈরি। উল্লেখ্য, তালেবান এবং অন্যান্য চরমপন্থি গ্রুপ আফগানিস্তানে অত্যন্ত সক্রিয়। যুক্তরাষ্ট্র দেশটিতে ২০০১ সাল থেকে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ আগস্ট আফগানিস্তান নিয়ে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এতে তিনি যুদ্ধ বন্ধে অন্যান্য দেশের ভূমিকা পালনের ওপর জোর দিয়েছেন। স্পুটনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ