Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন কমেডি ধারাবাহিক নয় ছয় আনলিমিটেড

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বৈশাখী টিভিতে শুরু হয়েছেন নতুন কমেডি মেগা ধারাবাহিক নাটক নয় ছয় আনলিমিটেড। এস এম দুলাল এর রচনা ও পরিচালনায় এবং মার্ক ইনভেনশন লিমিটেড এর প্রযোজনায় ধারাবাহিকটির সূচনা সংগীত গেয়েছেন টুনির মা গান খ্যাত প্রমিত কুমার। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ফারুক আহম্মেদ, প্রাণ রায়, আ খ ম হাসান, তারেক স্বপন, শওকত সজল, আজেমেরী হক বাঁধন, নাফিসা চৌধুরী নাফা, আলভী, রোমানা স্বর্ণা প্রমুখ। নাটকটি সম্পর্কে পরিচালক এস এম দুলাল জানান, আসলে একটা ভালো নাটক নির্মাণের পেছনে প্রয়োজন শিল্পীদের পাশাপাশি ভালো প্রযোজনা প্রতিষ্ঠান, একটি ভালো কারিগরি টিম। এ নাটকে আমি তা পেয়েছি। একটি ভাল নাটক নির্মাণ করতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শকের ভাল লাগবে। তিনি বলেন, নাটকটিতে গল্পের মধ্যে দিয়ে সমাজের নানা অসংগতিকে হাস্যরসে উপস্থাপন করা হয়েছে। নাটকটি দেখে দর্শক প্রতিটি দৃশ্যে নির্মল বিনোদনের পাশাপাশি সমাজের নানা কূট কৌশল সম্পর্কে সচেতনতামূলক ম্যাসেজ পাবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমেডি

৫ সেপ্টেম্বর, ২০২১
১১ ফেব্রুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ