Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমেডিতেই স্বচ্ছন্দ চারবি সরফ

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চারবি সরফ জানিয়েছেন তার ভ‚মিকাটি মজার আর গবেট ধরনের বলেই তিনি ‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ সিরিয়ালটিতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেন কমেডি ভ‚মিকা তিনি অনায়াসে করতে পারেন। চারবি সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের সিরিয়ালটিতে কেন্দ্রী চরিত্র অভিষেকের (প্রিয়াংশু জোরা) বোন আনিতার ভ‚মিকায় অভিনয় করেন।
চারবি তার সিরিয়াল তার চরিত্র সম্পর্কে বলেন, “(দেরাদুন, উত্তরাখÐের) মুসুরি’র একটি যৌথ পরিবারকে নিয়ে। পুরো পরিবার তাদের খরচাখরচের জন্য অভিষেকের ওপর নির্ভর করে আর সেই হল পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। অন্য সদস্যরা তার জন্য কনে খোঁজার চেষ্টা করছে।
“আমি আনিতার ভ‚মিকায় অভিনয় করছি যে সব বিলাসী আর দামী জিনিসের প্রতি আকৃষ্ট। সবসময় সে মেক-আপে ব্যস্ত থাকে। তার স্বপ্ন এক ধনী মানুষ তাকে বিয়ে করবে এবং সে রূপকথার জীবন কাটাবে।”
চারবি এর আগে সোনি টিভির ‘এক দুজে কে ওয়াস্তে’ সিরিয়ালে অবিনয় করেছেন। তিনি জানান আনিতা চরিত্রটি “মজার, গবেট আর সরল বলেই তিনি সায় দিয়েছিলেন।
তিনি বলেন, “কমেডি আমি আগেও করেছি। আমি খুব সহজেই এমন ভ‚মিকায় কাজ করতে পারি। আমি এমন কাজ উপভোগ করি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কমেডিতেই স্বচ্ছন্দ চারবি সরফ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ