প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: একটি সেবামূলক সংগঠনের হয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন চিত্রনায়ক ওমর সানি। কক্সবাজারের উখিয়ায় গত বৃহ¯পতিবার এ কর্মসূচিতে অংশ নেন তিনি। ওমর সানী বলেন, মিয়ানমার থেকে যারা এসেছে তাদের জন্য আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি। জয়যাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের সাথে আমরা এসেছি। আর্ত মানবতার জন্য আমরা কিছু করতে পারছি, এটার জন্য শুকরিয়া আদায় করি। আমরা খাবার ও চিকিৎসা সামগ্রী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করেছি। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, নিজের চোখে দেখে আসলাম মানুষের অসহায়ত্ব আর ক্ষুধা কাকে বলে, আসলে আমার কোন ভাষা নেই বলার। আমাদের দেশে প্রায় বিশ কোটি মানুষ। এই বিশ কোটি মানুষ থেকে যদি সামর্থ্যবান দুই লাখ মানুষ সাহায্যের হাত বাড়াই তাহলে রোহিঙ্গাদের কষ্ট অনেকটা লাঘব হয়। উল্লেখ্য, সপ্তাহখানেক আগে জয়যাত্রা ফাউন্ডেশনের সঙ্গে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ওমর সানী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।