Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে রাশিয়া

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভূখÐে রাশিয়ার তিনটি কূটনৈতিক স্থাপনা দখল করায় মার্কিন সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার উদ্যোগ নিয়েছে মস্কো। বিষয়টি গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে ফোনালাপের মাধ্যমে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপের সময় ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে, যখন আন্তর্জাতিক কূটনীতির কথা বলা হয় তখন মার্কিন ভূখÐে রাশিয়ার তিনটি বাণিজ্য মিশন দখলে নেয়াকে আন্তর্জাতিক নিয়ম-নীতির চরম লঙ্ঘন বলেই গণ্য করতে হবে। চীনের শিয়ামেনে সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। পুতিনের এ বক্তব্যকে ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে স্পষ্ট করে জানিয়েছেন। তবে কোন আদালতে রাশিয়া আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিকভাবে তা পরিষ্কার নয়। এ বিষয়ে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল বলেছেন, মস্কো এ বিষয়ে একটি মামলা দায়েরের কাজ করছে এবং যে আদালত রাশিয়াকে তার স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ সুযোগ দেবে সেখানেই মামলা দায়ের করা হবে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ