Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের রায়ে বেকায়দায় সরকার উত্তরণের রাস্তা খুঁজে পাচ্ছে না -আ স ম রব

ল²ীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি)’র সভাপতি, সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব বলেছেন, ভোট বিহীন নির্বাচন করে সরকার ক্ষমতায় আঁকড়ে আছে। কিন্তু ক্রমাগত সম্পর্কের উন্নতি হচ্ছে না। সর্বশেষ আদালতের রায়কে কেন্দ্র করে সরকার খুব বেকায়দায় পড়েছে; উত্তোরনের রাস্তা খুজে পাচ্ছে না। ফলে সরকার ও সরকার দলীয় লোকজনের বক্তব্যে চরম হতাশা ফুটে উঠেছে। আদালতেকে কেন্দ্র করে সরকার ও সরকার দলীয় নেতৃবৃন্দ যা উচ্চারণ করছেন তা খুবই ভয়ঙ্কর। তাদের বক্তব্য রাষ্ট্রের মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করেছে। আমরা আদালত নিয়ে হীন রাজনীতি করতে চাইনা। মঙ্গলবার বিকেলে ল²ীপুরে কমলনগর উপজেলার মতিরহাটে জাতীয় যুব পরিষদের সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আ স ম আব্দুর রব বলেন, বিচার বিভাগকে নিজস্বার্থে নিয়ন্ত্রণের চেষ্টার অপপ্রয়োগ চালাচ্ছে। বিচার বিভাগ স্বাধীন ভাবে কাজ করতে না পারলে রাষ্ট্র ও সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস হয়ে যাবে। ফলে রাষ্ট্র ভারসাম্যহীন হয়ে পড়বে। এতে দেশে রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে বিপর্যস্ত হয়ে ভয়াবহ সঙ্কটের মধ্যে পতিত হবে। বিদ্যমান সংবিধানের যে অবস্থায় উপনীত হয়েছে তাতে আর কোন নির্দেশনা নেই। সুতরাং সংববিধানের আমুল পরিবর্তন করা জরুরী।
জাতীয় যুব পরিষদের কমলনগর উপজেলার শাখার আহবায়ক মাহমুদুর রহমান বেলালের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এহসান রিয়াজের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, জেএসডি কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি মিসেস তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক এড. বেলায়েত হোসেন বেলাল, জেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ মুনছুরুল হক, অধ্যক্ষ আব্দুল মোতালেব, মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, শাহদাত হোসেন নিরব, লোকমান হোসেন বাবলু, ইঞ্জি. মুনিরুল ইসলাম মিঠু, হারুনুর রশিদ ডিলার, শিব্বির মাহমুদ দেওয়ান, এবিএম বাবুল মুন্সি, হান্নান হাওলাদার, আব্দুল আল নোমান, আছিবুল ইসলাম রিয়াজ, আজাদ উদ্দিন বিপ্লব, আবুল বাছেত খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালত

২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ