Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশের অভিযানে ম্যাগনেট ও সীমানা পিলারসহ গ্রেফতার ৩

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

খুলনার পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রাম থেকে শত কোটি টাকামুল্যমানের কথিত সীমানা পিলারসহ দু’জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- পাইকগাছা থানাধীন গোপালপুর গ্রামের জনৈক মৃত বনিক গাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম গাজী (৪৫) ও তার স্ত্রী রেহেনা পারভীন (৩৮)।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সিকদার আককাছ আলী জানান, গ্রেফতারকৃত রেহেনা পারভীন ও শফিকুল ইসলামসহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ নকল সীমানা পিলার প্রস্তুত করে শত কোটি টাকা মূল্যমান বলিয়া প্রচার করতো। প্রকৃত সীমানা পিলার হিসাবে বিভিন্ন লোকদের প্রতারনা করে আসছিল। এ সংবাদে ৪ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ৩টায় গ্রেফতারকৃত আসামীদের বসত বাড়ী ঘেরাও করিলে প্রতারক চক্র দিক-বিদিক হয়ে দৌড়ে পলানোর চেষ্টা করে। একপর্যায়ে কথিত সীমানা পিলারসহ তাদের গ্রেফতার করা হয়। এঘটনায় এসআই এসএম আলমগীর কবির বাদী হয়ে পাইকগাছা থানার মামলা করেন (যার নং-০৬, ০৫-৯-১৭)।
অপর অভিযানে গত ২৮ আগস্ট রাত ৯টার দিকে সময় রূপসা থানাধীন রূপসা বাসস্ট্যান্ড রাজ ফিসের সামনে থেকে অপর প্রতারক চক্রের মোঃ মনিরুল ইসলাম শিকদার ওরফে মনির (৪৮) কে পূর্ববানিয়াখামার ৯ম গলি থেকে গ্রেফতার করা হয়। সে নড়াইলের নড়াগাতির মুলখানা গ্রামের মোঃ রেজাউল শিকদারের ছেলে। তার কাছ থেকে একটি তামার তৈরি বোতল আকৃতি ধাতব পদার্থ (যাহা তিন ভাগে খোলা যায়, লম্বা-১৩ সেঃ মিঃ, গায়ে ঊঅঝঞ ওঘউওঅ ঈঙগচঅঘণ-১৮১৮ লেখা বোতলের ভিতরে ইলেকট্রিক ডিভাইস সংযুক্ত, মাথার অংশ চাপ দিলে কম্পন বোতল আকৃতির কথিত ম্যাগনেট উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ২০ কোটি টাকা বলিয়া আসামি প্রচারণা চালায়। এঘটনায় ডিবি পুলিশের এসআই অর্জুন কুমার দাস বাদী হয়ে রূপসা থানায় মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ