Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়ার পারমাণবিক পরীক্ষায় ঢাকার গভীর উদ্বেগ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিসাইল-বিমান মহড়ায় দক্ষিণের হুঁশিয়ারি
বাংলাদেশ উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগকে অগ্রাহ্য করে উত্তর কোরিয়া গত ৩ সেপ্টেম্বর ষষ্ঠবারের মত পারমাণবিক পরীক্ষা চালায়।
এতে বলা হয়, উত্তর কোরিয়ার এই ধরনের কার্মকান্ড আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির সৃষ্ট করেছে। আমরা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে রাষ্ট্রসমূহের অঙ্গীকার ও দায়িত্বের পরিপন্থী এই ধরনের একতরফা কার্মকান্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়াকে আহŸান জানাই।
দক্ষিণ কোরিয়ার মহড়া
উত্তর কোরিয়ার ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষার জবাবে পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও বিমান মহড়া চালিয়েছে সিউল। গতকাল সকালে দক্ষিণ কোরিয়ার সেনা ও বিমানবাহিনী যৌথভাবে এ মহড়া চালায়। এ সময় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইল ও পূর্ব উপকূলের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এফ-১৫ ফাইটার জেটের মহড়া চালনো হয়। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন ও ফক্স নিউজ।
এর আগে রোববার উন্নত প্রযুক্তির একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা ঘটায় উত্তর কোরিয়া। এতে উত্তর কোরিয়ার কিলজু প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় কোরীয় উপদ্বীপে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দেশটির নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।
এদিকে, এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে উত্তর কোরিয়াকে সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ. কোরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ